Image of Shruti Hasan Boyfriend

কী কারণে শান্তনুর সঙ্গে বিচ্ছেদ শ্রুতির?

প্রেমিক শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম ভাঙল শ্রুতি হাসন
এপ্রিল 29, 2024
by
4 মিনিট পড়া

দক্ষিণী বিনোদন জগতের মেগাতারকা কমল হাসনের মেয়ে তিনি। অভিনেত্রী হিসাবে তো বটেই, গায়িকা হিসাবেও নামডাক আছে তাঁর। তবে পেশাগত জীবনের পাশাপাশি, শ্রুতি হাসনের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল নিরন্তর।

Image of shruti haasan and boyfriend santanu hazarika

গত ৪ বছর ধরে অসমের জনপ্রিয় ইলাস্ট্রেটর শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি। মাঝেমধ্যেই সমাজমাধ্যমে তাঁদের একসঙ্গে তোলা ছবিও দিতেন শ্রুতি। একত্রবাস করতেন তাঁরা। সম্প্রতি তাঁদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। কিন্তু, আচমকাই ভেঙে যায় শ্রুতি-শান্তনুর সম্পর্ক। সমাজমাধ্যমে শান্তনুর সঙ্গে সমস্ত ছবি ও পোস্ট মুছে ফেলেছেন শ্রতি। শোনা যাচ্ছে, মাস দুয়েক আগেই ভেঙে যায় তাঁদের প্রেম।

Image of Shruti Hassan and Santanu Hazarika Breakup

আগে সারা ক্ষণ শান্তনুর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শ্রুতি। তবু, বিয়েতে শ্রুতি ও শান্তনু, দুই তরফেরই অনীহা ছিল। শ্রুতির সঙ্গে বিয়ে্র প্রসঙ্গে শান্তনু বলেছিলেন ‘‘আমি বিয়ে নামক প্রতিষ্ঠানটিতে বিশ্বাসই করি না। আমার শিল্পীসত্তাকে কেউ কোনও গণ্ডির মধ্যে বেঁধে রাখুক,তা আমি চাই না। আর যে কোনও সম্পর্কই সময়ের সঙ্গে বিবর্তিত হতে থাকে। আমি আর শ্রুতি নিজেদের সম্পর্কে ভাল আছি। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না।’’

Image of Shruti-Haasan Husband

খানিক একই রকম মত ছিল শ্রুতিরও। তবে শোনা যাচ্ছে, দু’জনের বোঝাপড়ার সমস্যা দেখা দিয়েছে হঠাৎ। সেই কারণে আলাদা হয়ে গেলেন তাঁরা। যদিও প্রেম ভাঙার প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি শ্রুতি। এই সময়টা বোন অক্ষরার সঙ্গেই কাটাচ্ছেন তিনি। অন্তত অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে তেমন ইঙ্গিতই মিলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

থেকে সর্বশেষ Blog

বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতা

নির্ভরযোগ্য শিল্প খাত ছাড়া কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, আর বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। গত কয়েক দশকে কৃষিনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে শিল্পখাতে উত্তরণ শুরু হলেও, বাংলাদেশের এই শিল্পায়ন প্রক্রিয়া এখনো

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য তার প্রচেষ্টার একটি অংশ। এই প্রথম সাক্ষাতে তারা বাণিজ্য, নিরাপত্তা

পাঁচ তারকা হোটেল থেকে অর্থপাচার : কৃষক লীগ নেতার ঋণ কেলেঙ্কারি

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে একের পর এক ঋণ কেলেঙ্কারি নিয়ে আলোচনা ক্রমশ বাড়ছে। এসব কেলেঙ্কারির মধ্যে অন্যতম হলো বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমেদের ঋণ কেলেঙ্কারি। বিভিন্ন সরকারি ও

“ইরান-ইসরায়েল উত্তেজনা: পারমাণবিক স্থাপনায় হামলার বিরোধিতা বাইডেনের, সংঘাতের আশঙ্কা বাড়ছে”

ইসরায়েলের ওপর তেহরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন স্পষ্টভাবে বলেন, তিনি এ