ইকবাল আহমেদ ফখরুল হাসান

বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ

এপ্রিল 27, 2024
7 মিনিট পড়া

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বেসিস নির্বাচনে (২০২৪-২৬) ইকবাল আহমেদ ফখরুল হাসান প্রার্থী হয়েছেন। সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান তিনি। এই খাতে দেশীয় বাজারে ও সরকারি প্রতিষ্ঠানে বৈদেশিক মুদ্রার কমাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শনিবার (২৭ এপ্রিল) ইকবাল আহমেদ ফখরুল হাসান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি  এই প্রতিশ্রুতি দেন।

 ইকবাল আহমেদ বলেন, চলমান সমস্যা বা ট্রেন্ডিং টেকনোলজি দুটোতেই আমার অংশগ্রহণ সবসময়ই অগ্রভাগে থাকে। আমার প্রচেষ্টা ও লক্ষ্য হলো— দেশকে সফটওয়্যার খাতে স্বয়ংসম্পূর্ণ করা এবং সফটওয়্যার খাতে দেশীয় বাজারে ও সরকারি প্রতিষ্ঠানে বৈদেশিক মুদ্রা ব্যয় কমানো। কোম্পানিগুলো ক্যাপাসিটি বাড়াতে সক্ষম হলেই দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে করা সম্ভব হবে।

নির্মাতা প্রতিষ্ঠান ডিভাইন আইটি লিমিটেড ও বাংলাদেশের প্রথম ওয়েববেইজড ইআরপি ‘প্রিজম ইআরপি’র প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ। তিনি একজন কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট।

ইকবাল আহমেদ বলেন, কোম্পানির ব্যবস্থাপনাকে সিস্টেমেটিক, প্রসেস ড্রিভেন করার কারণে আমার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার সময় ও সুযোগ আছে।  এ কারণে এবার আমি বেসিস নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।  ইন্ডাস্ট্রিটি আমি জানি, চিনি। দেশের বাজারকে দেশীয় সফটওয়্যার দিয়ে স্বয়ংসম্পূর্ণ করার ক্ষেত্রে লোকাল কোম্পানিগুলোর পার্টনারশিপকে আমি নিয়মিতভাবে জোর দেই। আমাদের এই যৌথ উদ্যোগের ফলাফল স্বরূপ দেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় থেকে অব্যাহতি পায়।  ২০২৩-২৪ অর্থবছর থেকে সফটওয়্যার উৎপাদন পর্যায়ে ও ‘কাস্টমাইজেশন’ সেবার ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে

যা নিয়ে আমরা এবছরও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কথা বলছি, যাতে ভ্যাট না থাকে।  সেবা খাতে যে কর অব্যাহতি পাচ্ছি তাও আমরা ২০৩১ সাল পর্যন্ত চাই। এই লক্ষ্যে কাজ করার ইচ্ছা ও  যথাযথ পরিকল্পনা রয়েছে। ২০১৭-১৮ অর্থবছর থেকে সেবা রফতানিতে যে ১০ শতাংশ ক্যাশ ইনসেনটিভ সুবিধা বিদ্যমান আছে— তাও আমরা চলমান রাখতে সচেষ্ট থাকবো। তাছাড়া অনেক বেসিস প্রতিষ্ঠানকে দেখা যায়, ভ্যাট-ট্যাক্স কমপ্লায়েন্সে পিছিয়ে আছে। যার ফলে নানারকম প্রতিবন্ধকতায় পড়তে হয়। আমি এই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডাসহ বিশ্বের ৮০টিরও বেশি দেশে সফটওয়্যার ও সেবাপণ্য রফতানি করছে বাংলাদেশ। রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে আরও নতুন নতুন দেশে রফতানি ডেস্ক স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বেসিসের সেক্রেটারিয়েট এখনও অনেক দুর্বল। যেহেতু বেসিসের নিজস্ব কোনও জায়গা নেই। তাই অবকাঠামোগত অপ্রতুলতা রয়েছে। আমার উদ্যোগ থাকবে ২০২৬ সালের মধ্যে বেসিসের নিজস্ব একটি স্থাপনা করা, যেখানে আমরা বিআইটিএম’র প্রশিক্ষণ আরও জোরদার করতে পারবো।

মন্তব্য করুন

Your email address will not be published.

থেকে সর্বশেষ Blog

আবাসন শিল্পের বিপর্যয় ও সমাধান

বিগত কয়েক বছরে আবাসন শিল্পের বিপর্যয় একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী এই শিল্পের অবনতির ফলে সমাজের নানা স্তরের মানুষ কষ্টের শিকার হচ্ছে।

মির্জা গালিব, এক মানবতাবাদী ও উর্দু সাহিত্যের শব্দ জাদুকর!

লেখা-এরশাদ নাবিল খান   জীবিত অবস্থায় প্রতিভার মূল্য পাননি এই স্বভাব কবি। তিনি নিজেই বলে গিয়েছিলেন, মৃত্যুর পর উত্তর প্রজন্ম তাকে স্বীকৃতি দেবে। সত্যিই
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষার্থী

বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে মানবিকের শিক্ষার্থী সংখ্যায় বেশি হলেও নিয়োগের সুপারিশে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা। গত ৪১ ও ৪৩তম বিসিএসের আবেদন থেকে শুরু করে নিয়োগের সুপারিশ
Image of hajh & omrah

পবিত্র ওমরাহ পালনকারীদের জন্য যে সুখবর দিল সৌদি আরব

সৌদি আরবের যেকোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ওমরাহ–সম্পর্কিত নীতিমালা শিথিল করে এ ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি
Image of Gaza

বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে