সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

শুধু পরীক্ষা–নিরীক্ষা নয়, সিরিজ জিততে চান নাজমুল

এপ্রিল 30, 2024
6 মিনিট পড়া

সামনেই টি–টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন দ্বিপক্ষীয় সিরিজটিকে সহজেই পরীক্ষা–নিরীক্ষার সিরিজ বলা যায়। আজ চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের আবহও তেমন ছিল। বাংলাদেশ দল সিরিজে সম্ভাব্য ফেবারিট—এই ভাবনা থেকেই হলো বেশির ভাগ প্রশ্ন।

ঘরের মাঠের কন্ডিশনে জিম্বাবুয়ের বিপক্ষে এই ভাবনাটাকে ভুল বলা যাবে না। এই সিরিজে বাংলাদেশ ‘বড় দল’ হিসেবেই খেলতে নামবে। আর বড় দল যেকোন বড় টুর্নামেন্টের আগে প্রতিপক্ষের বিপক্ষে সম্ভাব্য সব সমন্বয় পরীক্ষা–নিরীক্ষা করতে চাইবে। বাংলাদেশও কী সেভাবে ভাবছে? বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন অবশ্য এভাবে ভাবলেও সেটি মুখ খুলে বললেন না।

জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ দল

নাজমুল বরং সিরিজ জয়টাকেই প্রাথমিক লক্ষ্য হিসেবে ঘোষণা দিলেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করব, তা–ও নয়। পরীক্ষা–নিরীক্ষার প্রয়োজন হবে না। এ কারণে যে ১৫টা প্লেয়ার এখানে আছে, সবার এই দলকে হারানোর সামর্থ্য আছে। প্রস্তুতি বলব না। আমি বলব সুন্দর প্রস্তুতি এবং কোন কোন জায়গায় ভালো প্রস্তুতি নিয়ে যেন আমরা বিশ্বকাপে যেতে পারি।’

 
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ হারের পর আবারও সিরিজ জয়ের ধারায় ফেরা দলের আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্বকাপের ঠিক আগে। এই আত্মবিশ্বাসটাকে অনেকে ‘ফেক কনফিডেন্স’ বলছেন। কারণ, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই জিম্বাবুয়ে। বাছাইপর্বে উগান্ডার কাছে হেরে বিশ্বকাপের টিকিট পায়নি দলটি।
 
কিন্তু নাজমুল টি-টোয়েন্টির অনিশ্চয়তার কথা মাথায় রেখে বললেন, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ওই রকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না। এখানে ম্যাচটা আমরা কীভাবে খেলছি, কীভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কীভাবে গড়ে তুলছি…। এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ, তারাও অনেক ভালো দল।’
 

মন্তব্য করুন

Your email address will not be published.

থেকে সর্বশেষ Blog

আবাসন শিল্পের বিপর্যয় ও সমাধান

বিগত কয়েক বছরে আবাসন শিল্পের বিপর্যয় একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী এই শিল্পের অবনতির ফলে সমাজের নানা স্তরের মানুষ কষ্টের শিকার হচ্ছে।

মির্জা গালিব, এক মানবতাবাদী ও উর্দু সাহিত্যের শব্দ জাদুকর!

লেখা-এরশাদ নাবিল খান   জীবিত অবস্থায় প্রতিভার মূল্য পাননি এই স্বভাব কবি। তিনি নিজেই বলে গিয়েছিলেন, মৃত্যুর পর উত্তর প্রজন্ম তাকে স্বীকৃতি দেবে। সত্যিই
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষার্থী

বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে মানবিকের শিক্ষার্থী সংখ্যায় বেশি হলেও নিয়োগের সুপারিশে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা। গত ৪১ ও ৪৩তম বিসিএসের আবেদন থেকে শুরু করে নিয়োগের সুপারিশ
Image of hajh & omrah

পবিত্র ওমরাহ পালনকারীদের জন্য যে সুখবর দিল সৌদি আরব

সৌদি আরবের যেকোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ওমরাহ–সম্পর্কিত নীতিমালা শিথিল করে এ ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি
Image of Gaza

বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে