সামনেই টি–টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন দ্বিপক্ষীয় সিরিজটিকে সহজেই পরীক্ষা–নিরীক্ষার সিরিজ বলা যায়। আজ চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের আবহও তেমন ছিল। বাংলাদেশ দল সিরিজে সম্ভাব্য ফেবারিট—এই ভাবনা থেকেই হলো বেশির ভাগ প্রশ্ন।
ঘরের মাঠের কন্ডিশনে জিম্বাবুয়ের বিপক্ষে এই ভাবনাটাকে ভুল বলা যাবে না। এই সিরিজে বাংলাদেশ ‘বড় দল’ হিসেবেই খেলতে নামবে। আর বড় দল যেকোন বড় টুর্নামেন্টের আগে প্রতিপক্ষের বিপক্ষে সম্ভাব্য সব সমন্বয় পরীক্ষা–নিরীক্ষা করতে চাইবে। বাংলাদেশও কী সেভাবে ভাবছে? বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন অবশ্য এভাবে ভাবলেও সেটি মুখ খুলে বললেন না।
নাজমুল বরং সিরিজ জয়টাকেই প্রাথমিক লক্ষ্য হিসেবে ঘোষণা দিলেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করব, তা–ও নয়। পরীক্ষা–নিরীক্ষার প্রয়োজন হবে না। এ কারণে যে ১৫টা প্লেয়ার এখানে আছে, সবার এই দলকে হারানোর সামর্থ্য আছে। প্রস্তুতি বলব না। আমি বলব সুন্দর প্রস্তুতি এবং কোন কোন জায়গায় ভালো প্রস্তুতি নিয়ে যেন আমরা বিশ্বকাপে যেতে পারি।’