মাশরাফির বিরুদ্ধে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে মামলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে বিতর্কের জেরে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী সরোয়ার গোলাম চৌধুরী। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের পল্লবী থানায় তিনি এ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ অনুসারে, সরোয়ার গোলাম চৌধুরী দাবি করেছেন যে, সিলেট স্ট্রাইকার্সের মালিকানা তিনি জোর করে মাশরাফির কাছে লিখে দিতে বাধ্য হয়েছেন। বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলটি কেনার সময় সরোয়ারই ছিলেন এর চেয়ারম্যান।

এ বিষয়ে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, মামলায় উল্লেখ করা মালিকানার তথ্য সম্পূর্ণ মিথ্যা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মাশরাফি বিন মুর্তজা কখনও সিলেট স্ট্রাইকার্সের মালিক ছিলেন না এবং বর্তমানেও তিনি মালিক নন। ফলে ‘জোর করে মালিকানা লিখিয়ে নেওয়ার’ অভিযোগ ভিত্তিহীন।

সিলেট স্ট্রাইকার্সের বিবৃতিটি হুবাহু তুলে ধরা হলো-

“সিলেট স্ট্রাইকার্সের এক শতাংশের মালিকানাও মাশরাফি বিন মুর্তজার কখনো ছিল না, এখনও নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে, সেখানেও মাশরাফির নাম নেই।

এবার আপনাদের একটি গল্প শোনাই। বিপিএলের প্রথম আসরে অংশ নিয়েই সাড়া জাগিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। মাশরফির নেতৃত্বে আমরা রানার্স আপ হয়েছিলাম। মাঠের ভেতরে-বাইরে আমাদের পেশাদারিত্ব, সিলেট সর্বস্তরের মানুষ থেকে শুরু করে সারা দেশের সমর্থকদের সম্পৃক্ত করতে পারা, ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের উপস্থাপনা, সবকিছুই ছিল দারুণ প্রশংসিত। তার পরও দ্বিতীয় মৌসুমে আমাদের দল গঠন প্রক্রিয়ায় কেন ধস নামে?

শুরুতে সিলেট স্ট্রাইকার্সের ৬০% শতাংশের মালিকানা ছিল সারোয়ার গোলাম চৌধুরীর। সহ-স্বত্বাধিকারীদের সঙ্গে সক্রিয় হয়ে তিনি কাজ করছিলেন। কিন্তু যখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচের পালা আসে, ক্রমে তাকে পিছু হটতে দেখা যায়। অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের পারিশ্রমিক, পরিচালনা খরচ ও আরও বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার সঙ্গে যোগাযাগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরও কোনো পদক্ষেপ তিনি নেননি।”

“সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট অনেকেরই এটা জানা। শেষ পর্যন্ত পাওনা টাকা শোধ করতে না পেরে গত বছরের আগস্টে তিনি নিজ থেকেই অন্যান্য স্বত্বাধিকারীর ওপর মালিকানা ছেড়ে দেন। তার ই-মেইলের কপি ও সকল কাগজপত্র আমাদের কাছে আছে। বিসিবিকেও তিনি ই-মেইল দিয়ে নিজের সরে যাওয়ার কথা জানান। পরের মৌসুমের বিপিএলের আগে পুরোনো সেসব দেনা শোধ করতেই নতুন স্বত্বাধিকারীদের হিমশিম খেতে হয়। এটিও ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট সবারই জানা। 

সব মিলিয়ে পুরোনো দেনা শোধ করতেই আমাদের এতটা ভোগান্তিতে পড়তে হয় যে, দ্বিতীয় মৌসুমে ভালো দল গড়ার মতো যথেষ্ট তহবিল আমাদের ছিল না। সীমিত বাজেটের মধ্যেই কোনোরকমে আমরা দল গড়ে টুর্নামেন্ট পাড়ি দেওয়ার চিন্তা করি। খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার আমরা আনতে পারিনি। এ জন্য সিলেটের ক্রিকেট অনুসারী থেকে শুরু করে সমর্থকদের অনেক প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে। কিন্তু বাস্তবতা ছিল আমাদের জন্য কঠিন।

এখন সাম্প্রতিক পালাবদলের পর দেশ যখন নতুন যুগের সন্ধিক্ষণে, তখন পরিস্থিতির ফায়দা নিয়ে কেউ কেউ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। তাই সিলেট স্ট্রাইকার্সের ভক্ত-সমর্থক ও দেশের ক্রিকেট অনুসারীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরলাম। আইনী ব্যাপার আমরা আইনগতভাবেই মোকাবেলা করব।”

প্রসঙ্গত, মাশরাফি বিন মুর্তজা দেশের অন্যতম সফল ও জনপ্রিয় ক্রিকেটার হিসেবে পরিচিত। দীর্ঘদিন জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটেও তাঁর অসামান্য অবদান রয়েছে।

Tags

- Advertisement -