আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা তাদের দাবী নিয়ে রাস্তায়

নিজস্ব প্রতিনিধি- ফজলে রাব্বি ইমরান

আজ শনিবার সকাল থেকে মধ্যদুপুর পর্যন্ত আশুলিয়া থেকে উত্তরা ও মিরপুর রোড অবরোধ করে রাখে মন্ডল নীটওয়্যারস্ লিমিটেডের আন্দোলনকারী শ্রমিকরা। আন্দোলন চলাকালে কারখানার কতৃপক্ষ শ্রমিকদের কাজে ফেরানোর ব্যর্থ চেষ্টা করে। আন্দোলনকারীদের দাবী ছিলো বিজিএমইএ কতৃক নির্ধারিত শতভাগ বেতন তাদের দিতে হবে। পাশাপাশি অন্যান্য শিল্পকারখানা যেখানে সাধারণ শ্রমিকদের  মাসিক হাজিরা বোনাস ১হাজার টাকা প্রদান করে থাকে, সেখানে তারা কেনো ৮শত টাকা করে পাবে?  এমন দাবীতে আন্দোলনকারী শ্রমিকরা শিল্পনগরীর ব্যস্ততম রাস্তা অবরোধ করে রাখে। সময়ের সাথে সাথে আন্দোলনের তীব্রতা বাড়তে থাকলে  গার্মেন্টস কতৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চান। খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে উপস্থিত হন এবং ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করার  পাশাপাশি শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামাবে না বলে জানান সেনাবাহিনীকে এবং তারা সেনাবাহিনীর কাছে অভিযোগ দিচ্ছিল যে, তাদের শ্রমিক নেতা ও নেত্রীকে কারখানা কর্তৃপক্ষ আটকে রেখেছে! আমাদের প্রতিনিধি সে বিষয়ে কারখানার কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানায় যে, কাউকে আটকে রাখা হয়নি বরং ঐ দুই শ্রমিক নেতা/নেত্রী কারখানা বন্ধ হওয়ার আশঙ্কায় ও বাংলাদেশের পোশাক শিল্পের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে নিজেদেরকে আন্দোলন থেকে সরিয়ে নিয়েছে। এছাড়াও গার্মেন্টসের শ্রমিকরা কাজে ফাঁকি দিয়ে তারা অযৌক্তিক দাবী নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে কতৃপক্ষের দাবী। প্রায় মধ্যদুপুরের দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।

Tags

- Advertisement -