বাংলাদেশের তরুণদের মধ্যে বেকারত্ব নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ব্রিটিশ কাউন্সিলের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের ৪২ শতাংশ তরুণ বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন। তারা মনে করেন, দুর্নীতি ও স্বজনপোষণ, নিয়োগে বৈষম্য এবং কাজ ও পারিবারিক জীবনের ভারসাম্যহীনতা এর প্রধান কারণ। ফলে, এদের মধ্যে ৫৫ শতাংশ তরুণ বিদেশে চাকরি খুঁজতে আগ্রহী।
গতকাল ঢাকার ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে প্রকাশিত “নেক্সট জেনারেশন বাংলাদেশ ২০২৪” শীর্ষক এই গবেষণায় আরও দেখা যায়, ৬৫ শতাংশ তরুণ নিজেদের দেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন মনে করেন। যদিও জাতীয় নির্বাচনে ৭২ শতাংশ তরুণ ভোট দিতে আগ্রহী ছিলেন, তবে একতরফা নির্বাচনের কারণে তাদের আশা হতাশায় পরিণত হয়।
গবেষণায় উঠে আসে, ৬৬ শতাংশ তরুণ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন, তবে নারীদের মধ্যে পারিবারিক সহিংসতার হার ২৭ শতাংশ। এছাড়া, ৪৯ শতাংশ তরুণ শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক কর্মবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যসূচির দাবি জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও অন্যান্য অতিথিরা একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের সম্ভাবনার কথা বলেন এবং এ লক্ষ্যে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।