পুলিশ বাহিনীর নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বৃহস্পতিবার বলেছেন, বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে কোনো ছাড় দেয়া হবে না। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, এসব অভিযোগের ক্ষেত্রে যথাযথ বিভাগীয় এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সদস্যদের মনোবল ফেরানোর প্রসঙ্গে আইজিপি বলেন- ‘‘পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। এর জন্য পুলিশ সদস্যদের নিজেদের কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে এবং তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’’ তিনি আরও যোগ করেন যে, জনগণের সেবা প্রদানই পুলিশের মূল উদ্দেশ্য হওয়া উচিত।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহারুল আলম বলেন, ‘‘আমার আরেকটি প্রধান দায়িত্ব হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সমাজে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এবং একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করব। আমি আশা করছি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠা করতে আমি সবার সহযোগিতা পাব।’’ তিনি জানান, পুলিশ বাহিনীকে আত্মবিশ্বাসী ও শক্তিশালী করার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।
আইজিপি নির্বাচনের নিরাপত্তা নিয়ে আরো বলেন- ‘‘আমরা দেশে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করছি। আগের কেয়ারটেকার সরকারের আমলে তিনটি নির্বাচন সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেই অভিজ্ঞ পুলিশ সদস্যদের মধ্যে অনেকেই এখনো আছেন, কিছু নতুন সদস্যও যোগ হয়েছেন। আমি নিশ্চিত যে, পুলিশ বাহিনী আগামী নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে যথাযথভাবে সক্ষম হবে।’’
এ সময় তিনি আরও জানান যে, পুলিশ বাহিনীর সেবামূলক কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না এবং জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে।