পৌষের শীতে কাঁপছে উত্তরাঞ্চল চলছে শীতের দাপট। কয়েকদিনের ব্যবধানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ কারণে তাপমাত্রা আবারও ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। সকাল ৯টায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়।
এ দিন সকালে বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয় হিমেল বাতাস আর ঘনকুয়াশা। এতে অনুভূত হতে থাকে কনকনে শীত। দিনভর উত্তরের হিমেল বাতাস থাকায় ছড়াতে পারেনি সূর্যের তীব্রতা। এতে কমে যায় দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান। কুয়াশাহীন ভোরে ঝলমলে রোদ নিয়ে সূর্য উঠেছে। সূর্যের আলোয় ঝলমল করছে জেলার প্রকৃতি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে দেখা যায় কর্মচাঞ্চল্যতা।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানায়, দেশে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা বেশি আছে। উত্তরের এ জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতে তীব্র শীত অনুভূত হয়।
চা বাগানের একজন কর্মরত একজন জানায়, আগের থেকে শীত হ্রাস পেলেও এখনও খুব ঠান্ডা অনুভূত হয় সন্ধ্যারাত হবার থেকে ভোর পর্যন্ত। সকালে রোদ উঠে যাওয়ায় তাপমাত্রা বাড়তে থাকলে শীত অনুভূত কম হয়।
অপরদিকে, শীতের কারণে বৃদ্ধি পেয়েছে জ্বর, সর্দি, ডায়েরিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগব্যাধী। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বাড়ছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষা থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।