বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভির’ রাজশাহী ব্যুরোর সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ১৪ ফেব্রুয়ারি সকালে কুমিল্লায় শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছিলেন মাসুমা ও তার স্বামী। এই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রজাহান হোটেলের উল্টো দিকে একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক, মাসুমা ইসলাম ও তাঁর স্বামী গুরুতর আহত হন। প্রথমে তাঁকে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
পরে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এখন টিভির সাংবাদিক হাসান রাজিব বলেন, মাসুমার মরদেহ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে নিয়ে যাওয়া হবে। সেখানে গোসল শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর ঢাকা থেকে মাসুমার মরদেহ গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর আনা হবে এবং সেখানে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
মাসুমা আক্তার ২০২৪ সালে ‘এখন টিভি’র রাজশাহী ব্যুরোতে যোগ দেন। এর আগে তিনি রাজশাহীর স্থানীয় অনলাইন গণমাধ্যম ‘বাংলার জনপদ’-এ কাজ করতেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।