বাংলাদেশ পুলিশ প্রশাসনে আবারো বড় পরিসরে রদবদল আনা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) জারি করা পৃথক প্রজ্ঞাপনে পাঁচজন অতিরিক্ত ডিআইজিসহ মোট ৪৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি বা পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ডিএমপিতে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে, এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট এবং ১ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নূরুল ইসলামকে এপিবিএন সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া, খো. ফরিদুল ইসলামের ডিএমপি থেকে র্যাবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এছাড়া নৌ পুলিশের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে ডিএমপির উপপুলিশ কমিশনার, র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) বীণা রানী দাসকে সিআইডির পুলিশ সুপার, র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) শামীমা ইয়াসমিনকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার, সিআইডির পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে মেট্রোরেল এমআরটির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম হাসানুল জাহীদকে এসবির পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানকে ডিএমপির উপপুলিশ কমিশনার, এসবি অতিরিক্ত পুলিশ সুপার জি. এম মনজুর রহমানকে এসবির পুলিশ সুপার করা হয়েছে।
এদিকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) নীগার সুলতানাকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার নাইমা সুলতানাকে এপিবিএনের পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়, বরিশালের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহাঙ্গীর আলমকে পুলিশ অধিদপ্তরের এআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু সালেহ মো. আশরাফুল আলমকে বিপিএ, সারদা, রাজশাহীর পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়া এপিবিএনের পুলিশ সুপার মো. মোস্তাক সরকারকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ৮ এপিবিএন কক্সবাজারের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে ডিএমপির উপপুলিশ কমিশনার, এপিবিএনের পুলিশ সুপার উক্য সিংকে এপিবিএনের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার ডা. মো. এমদাদুল হককে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি মোল্লা আজাদ হোসেনকে আরএমপি রাজশাহীর উপপুলিশ কমিশনার, ৬ এপিবিএন, মহালছড়ি-খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আয়ুবকে এসবি ঢাকার পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার ফাহিমা হোসেনকে এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি ও বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা দ্রুত তাদের নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।