চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর ঘটনা স্থানীয় জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। জনতা ব্যাংক সুচিপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসানের ঝুলন্ত মরদেহ মঙ্গলবার সকালে উদ্ধার করে পুলিশ।
মরদেহটি উপজেলার সুচিপাড়া বাজারে অবস্থিত ‘আপন প্লাজা’ নামে একটি ভবনের পঞ্চম তলার ১৫ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয় বলে জানান শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার। ২৮ বছর বয়সী রাকিবুল হাসান শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের বাসিন্দা এবং জনতা ব্যাংকের স্থানীয় শাখায় দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত রাকিবুল তার ঘনিষ্ঠ বন্ধু ও সহভাড়াটিয়া নাজিম উদ্দীনের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলেন। এরপর তারা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন সকাল ৮টা পর্যন্ত রাকিবুল ঘরের দরজা না খোলায় সন্দেহ হলে নাজিম স্থানীয় লোকজনের সহায়তায় বিষয়টি শাহরাস্তি থানায় জানান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাকিবুল হাসানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ওসি আবুল বাসার জানান, রাকিবুলের মৃত্যুকে ঘিরে স্থানীয় বাসিন্দা এবং জনতা ব্যাংক সূচিপাড়া শাখার সহকর্মীদের মধ্যে নানা ধরনের সন্দেহ ও ক্ষোভ দেখা দিয়েছে। ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
রাকিবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
প্রসঙ্গত, এই ঘটনার একদিন আগেই অর্থাৎ সোমবার সকালে একই ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জাবেদ হোসেনকে গ্রাহকের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের অভিযোগে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে চাঁদপুর আদালতে হাজির করা হয়। এ দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না—তা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে যা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।