Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Fri, Jun 20, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • খেলা
    • প্রযুক্তি
    • বিনোদন
    • মতামত
    • সাহিত্য
    • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০৫ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
    বাংলাদেশ

    ৬ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০৫ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

    এফ. আর. ইমরানMay 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে ৬টি পরিবারের মোট ২৪ জনকে বাংলাদেশে প্রবেশ করানো হয়। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একযোগে দেশের ছয়টি সীমান্তপথ দিয়ে নারী-শিশুসহ অন্তত ১০৫ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট, মৌলভীবাজার, খাগড়াছড়ি ও ফেনীর সীমান্ত দিয়ে এসব পুশ-ইনের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সীমান্ত পয়েন্টগুলো থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বিজিবি জানিয়েছে, এসব ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। প্রাপ্তবয়স্করা বেশিরভাগই আগে থেকে ভারতে অবৈধভাবে কাজ করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

    সীমান্তভিত্তিক পরিস্থিতি:

    পঞ্চগড়: জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে ২১ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাঁদের মধ্যে ১৪ শিশু-কিশোর, ৬ নারী ও ১ তরুণ। বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক জানান, তাঁদের গুজরাট থেকে আটক করে বিমান ও বাসযোগে সীমান্তে এনে পুশ-ইন করা হয়।

    লালমনিরহাট: পাটগ্রামের গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে গভীর রাতে ২০ জনকে পাঠানো হয়, যাঁদের মধ্যে ১১ নারী, ৭ শিশু ও ২ পুরুষ রয়েছেন। তাঁরা জানান, ২০-২৫ দিন ভারতের কারাগারে ছিলেন।

    মৌলভীবাজার: কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে পাঠানো হয়, যাঁরা সবাই ইটভাটার শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে ২ পুরুষ, ২ নারী ও ৩ শিশু রয়েছে।

    ফেনী: ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৯ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। তাঁদের মধ্যে ৬টি পরিবারের ২৪ জন ছাগলনাইয়া ও ফুলগাজী দিয়ে প্রবেশ করেন। স্থানীয় পুলিশ তাঁদের হেফাজতে রেখেছে।

    কুমিল্লা: আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠানো হয়। বিজিবি জানায়, তাঁদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৭ শিশু রয়েছে।

    খাগড়াছড়ি: রামগড় সীমান্ত দিয়ে পাঁচজনকে ঠেলে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ভারতের হরিয়ানায় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন তাঁরা। রাতে ত্রিপুরা সীমান্ত দিয়ে হাত-পা বেঁধে ফেলে দেওয়া হয় বলে দাবি তাঁদের।

    বিজিবি সূত্র জানায়, কেবল কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়েই এক রাতে ৫২ জন বাংলাদেশিকে ঠেলে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ নারী এবং ১৮ শিশু-কিশোর। আটককৃতদের পরিচয় যাচাই ও জেলা প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    স্থানীয় প্রশাসন ও বিজিবি জানিয়েছে, এসব ঘটনায় কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মানবিক দিক বিবেচনায় আটক ব্যক্তিদের খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

    বিশ্লেষকরা বলছেন, নিয়মিতভাবে পুশ-ইনের ঘটনা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগ তৈরি করছে। সীমান্ত ব্যবস্থাপনা ও মানবাধিকার ইস্যুতে এমন আচরণ অগ্রহণযোগ্য বলে মনে করছেন অনেকেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ রয়েছে: কমিশন

    June 19, 2025
    বাংলাদেশ

    ৪৮ ঘণ্টার মধ্যে অধ্যাদেশ বাতিলের দাবিতে আলটিমেটাম

    June 19, 2025
    বাংলাদেশ

    চট্টগ্রামে গ্যাস সঙ্কটে রান্না বন্ধ, দুর্ভোগে নগরবাসী

    June 19, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    দেশের অর্থনৈতিক স্থবিরতা কি কেটে উঠা সম্ভব?

    অর্থনীতি May 29, 2025

    বাজেটের স্বাধীনতা: বিচার বিভাগের স্বাধীনতার অন্যতম নিয়ামক

    আইন আদালত June 1, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2024 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.