জনপ্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির তালিকা প্রায় চূড়ান্ত। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই এটি প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদনের পর তালিকাটি পাঠানো হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
পদোন্নতির পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদের শূন্যতা পূরণেও উদ্যোগ নেওয়া হয়েছে। এতে চূড়ান্তভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিসিএসের ২০তম ব্যাচে বর্তমানে ৩৭৮ জন কর্মকর্তা কর্মরত আছেন। তাঁদের মধ্য থেকে প্রায় ১৩০ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হতে পারে। তবে যেসব জেলা প্রশাসক ২০১৮ সালের আলোচিত রাতের ভোটে দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে, তাঁরাও পদোন্নতির বিবেচনায় আসেননি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, পদোন্নতির গতি বজায় রাখতে অনুমোদিত পদের বাইরেও নতুন অতিরিক্ত সচিব পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়ার চিন্তা চলছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা উইং ও সংস্থাগুলোর প্রধান হিসেবে অতিরিক্ত সচিবদের পদায়ন করা যাবে। একইভাবে, বিভিন্ন করপোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তাঁদের নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে প্রায় ৪০০ অতিরিক্ত সচিবের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। প্রাথমিক তালিকায় দুই শতাধিক কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা এখন সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) পর্যালোচনা করছে।
পরবর্তী ধাপে মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পরই তালিকাটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।