বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে শিক্ষাবৃত্তি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ নামে চালু হওয়া এই উদ্যোগের আওতায় ২ হাজার ২৪ জন মেধাবী, প্রান্তিক ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হবে।
আজ ১ জুলাই সকালে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি শিক্ষাবৃত্তির চেক বিতরণ করবেন এবং আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালার’ সূচনা করবেন।
শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ বা প্রতিষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয় মনে করছে, এই শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তাই নয়—একটি প্রেরণার উৎস। যা ভবিষ্যৎ প্রজন্মকে বৈষম্যবিরোধী চেতনায় এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।