চট্টগ্রামে আবারো করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। আজ মঙ্গলবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে ১২০টি নমুনা পরীক্ষায় ১৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে শেভরন ডায়াগনস্টিকে শনাক্ত হয়েছেন ৭ জন, মা ও শিশু জেনারেল হাসপাতালে ১ জন, এপিকে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ৬ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, জুন মাসের শুরু থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি মাসেই করোনায় মারা গেছেন অন্তত ৭ জন। সর্বশেষ মৃত্যু হয়েছে গত শুক্রবার, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালেহা বেগম (৫৮) নামে এক নারীর।
চিকিৎসকেরা বলছেন, সম্প্রতি ভাইরাসের একটি হালকা পরিবর্তিত ধরন সংক্রমণ বাড়িয়ে তুলছে। যদিও এখন পর্যন্ত নতুন ভ্যারিয়েন্টটির তীব্রতা কম, তবে বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তর এ পরিস্থিতিতে সবাইকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা করানো ও আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।