দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারো উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৪ জন রোগী। আক্রান্তদের অর্ধেকেরও বেশি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তবে এই সময়ে কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগেই শনাক্ত হয়েছেন ১২৬ জন, আর চট্টগ্রাম বিভাগে ২৭ জন। রাজধানীর বাইরে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকার উত্তর সিটিতে ৩১ জন, দক্ষিণ সিটিতে ৪৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।
একদিনে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩৭ জন রোগী। এ নিয়ে চলতি বছর জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত মোট ১০ হাজার ৬৭৩ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, ২০২৫ সালে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, বর্ষা মৌসুমে মশাবাহিত রোগের ঝুঁকি সবসময় বেশি থাকে। বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক সময়ের উচ্চ সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে মশা নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।