রাজধানীতে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাইকোর্টের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় নারীটিকে উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়। পরে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।
তিনি আরো বলেন, “স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, রাস্তা পারাপারের সময় কোনো গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। তার পরিচয় এখনও জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তা শনাক্তের চেষ্টা চলছে।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআই হামিদুল।

