রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘটের কারণে আজ রোববার সকাল থেকেই ওই এলাকার প্রধান সড়ক এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ একাধিক দাবিতে মোবাইল বিজনেস কমিউনিটি এই বিক্ষোভ আয়োজন করে।
দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে মূল সড়কের এক পাশে অবস্থান নিয়েছেন এবং বিচ্ছিন্নভাবে কয়েকজন বিক্ষোভকারী অন্য পাশটিও আটকে রেখেছেন। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানকে বাধ্য হয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

এ অবস্থার প্রভাবে আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভ ভবনের সামনে দীর্ঘ যানজট তৈরি হয়। শ্যামলী, শিশু মেলা সংলগ্ন অংশসহ আশপাশের সড়কগুলোতেও একই ধরনের জটিল পরিস্থিতি দেখা দেয়।
যানজটে আটকে থাকা এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘বলা নেই কওয়া নেই, হুট করে রাস্তা বন্ধ। এভাবে ভোগান্তি করার মানে হয় না।’

বিটিআরসি ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বৈধ পথে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানো এবং প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণাও দিয়েছে সরকার। এনইআইআরের আওতায় প্রতিটি মোবাইল ফোনকে নিবন্ধন করতে হবে এবং অবৈধভাবে আনা ফোন আর ব্যবহার করা যাবে না—এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর পুরোপুরি বাস্তবায়িত হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা দাবি করেন, নতুন নিয়মে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং অতিরিক্ত করের চাপ শেষ পর্যন্ত গ্রাহকের ওপরই পড়ে মোবাইল ফোনের দাম বাড়িয়ে দেবে।

