রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের চলমান আন্দোলনের মধ্যে ঢাকা ওয়াচ ২৪–এর সাংবাদিক মুহিউদ্দিন আহমেদ তানভীর হামলার শিকার হয়েছেন।
জানা যায়, আন্দোলনকারীরা স্থানীয় এক ব্যক্তিকে মারধর করছিলেন। সে দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে তাকে লক্ষ্য করে হামলা শুরু হয় বলে তিনি অভিযোগ করেন।
তানভীর জানান, ভিডিও ধারণ করতে দেখেই বেশ কয়েকজন আন্দোলনকারী তাকে ঘিরে ফেলেন। এ সময় একযোগে লাথি ও ঘুষি মারা হয় এবং কয়েকজন লাঠি দিয়ে আঘাত করেন। হামলার মুহূর্তে আরটিভি ও ঢাকা প্রেসের দুই-তিনজন সাংবাদিক এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
হামলাকারীরা তানভীরের আইডি কার্ড ছিঁড়ে ফেলেন এবং জোর করে ভিডিও ডিলিট করার চাপ দেন। এমনকি তার ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি কোনোভাবে সেখান থেকে সরে আসতে সক্ষম হন। তানভীর বলেন, আল্লাহ তাআলার রহমতে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে পেরেছেন।

