সিটি ব্যাংক পিএলসি তাদের ‘জলবায়ু প্রতিবেদন ২০২৪’ প্রকাশ করেছে। প্রতিবেদনটি আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ডের আইএফআরএস এস ১ ও আইএফআরএস এস ২ মান অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।
১৩ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক এ তথ্য জানায়। ব্যাংক জানায়, প্রতিবেদনটির লক্ষ্য হলো বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্য স্টেকহোল্ডারদের সামনে স্পষ্ট ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য তুলে ধরা। এতে ব্যাংকের পরিচালনা ব্যবস্থা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কৌশলগত পরিকল্পনায় সাসটেইনেবিলিটি ও জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে সাসটেইনেবিলিটি ও জলবায়ু বিষয়ক তদারকির প্রশাসনিক কাঠামো তুলে ধরা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ব্যবসায়িক মডেল গঠনে ব্যাংক যে কৌশল নিয়েছে তা ব্যাখ্যা করা হয়। এতে কার্বন নিঃসরণ কমাতে ব্যাংকের নেওয়া উদ্যোগ, জলবায়ু ঝুঁকি মূল্যায়নের ধাপ এবং টেকসই ও সবুজ অর্থায়নে অগ্রগতির তথ্যও রয়েছে। ব্যাংকের নিটজিরো অঙ্গীকারের অগ্রগতি পরিমাপের সূচক ও লক্ষ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, সাসটেইনেবিলিটি ও জলবায়ু ঝুঁকি প্রকাশে নিয়ন্ত্রক সংস্থা ও বিনিয়োগকারীদের প্রত্যাশা বাড়ছে। তিনি বলেন, আইএফআরএস এস ১ ও এস ২ অনুসারে জলবায়ু প্রতিবেদন প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা ও দায়বদ্ধতার কাঠামো আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে টেকসই ও জলবায়ু-সহনশীল ভবিষ্যতের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
সিটি ব্যাংক জানায়, তারা মূল ব্যবসায়িক কৌশলের সঙ্গে জলবায়ু-সংক্রান্ত বিষয়গুলো আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করছে। জলবায়ু অর্থায়ন বাড়াতে দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজও অব্যাহত থাকবে।

