দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)–এর প্রশাসক হিসেবে দায়িত্বরত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।
আজ (রবিবার) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। অফিসিয়াল আদেশে তার নিয়োগ নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়েছে, নিয়োগটি ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২-এর ধারা ১৭ অনুসারে দেয়া হয়েছে। আদেশে আরো নির্দেশ আছে, মো. আবদুর রহিম খানকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন কার্যক্রম সম্পন্ন হলে নির্বাচিত বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।
প্রশাসকের দায়িত্ব নেওয়ার অর্থ সংস্থাটির দৈনন্দিন কার্যক্রম তদারকি করা, নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা এবং সংস্থার স্বাভাবিক কার্যপ্রবাহ নিশ্চিত করা। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচনের আয়োজন সম্পন্ন করাই প্রধান নির্দেশনা হিসেবে রয়েছে। নিয়োগ-আদেশ সরকারি ফর্মাল প্রক্রিয়ার মাধ্যমে জারি হয়েছে। আদেশে নিয়োগের নির্দেশ ও সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যাতে সংস্থার স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া বজায় থাকে।
এই নিয়োগের ফলে এফবিসিসিআইয়ের বর্তমান প্রশাসনিক দায়িত্ব নির্বাহী পর্যায়ে সরকারের নিযুক্ত প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত হবে। নিয়োগকৃত প্রশাসক নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন বলে আদেশে বলা হয়েছে।

