মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে ট্রেজারিমন্ত্রী অভিযোগ করেন, প্রেসিডেন্ট পেত্রো ক্ষমতায় আসার পর থেকেই কলম্বিয়ায় কোকেন উৎপাদন আশঙ্কাজনক হারে বেড়েছে। তিনি বলেন, “২০২২ সালের পর থেকে কলম্বিয়ায় যে পরিমাণ কোকেন উৎপাদিত হচ্ছে, তা গত কয়েক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে। বিপুল পরিমাণ কোকেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে মার্কিন সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে।”
বেসেন্ট আরো বলেন, “এই অপরাধীদের দমন করার বদলে প্রেসিডেন্ট পেত্রো বরং তাদের প্রশ্রয় দিচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প জাতিকে মাদকের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করতে বদ্ধপরিকর, তাই কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র মাদকপাচার কোনোভাবেই সহ্য করবে না।”
নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট পেত্রো দাবি করেছেন, মার্কিন ট্রেজারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “আমার প্রশাসনের সময় কোকেন উৎপাদন বৃদ্ধি নয়, বরং হ্রাস পেয়েছে। আমরা যত কোকেন জব্দ করেছি, বিশ্বের ইতিহাসে অন্য কোনো দেশ এতটা করতে পারেনি।”
মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে প্রতিবছর বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে পাচার হয়, যার প্রধান পথ সমুদ্র। গত দুই মাসে মার্কিন নৌবাহিনী সাগরে অভিযান চালিয়ে সন্দেহভাজন পাচারকারী হিসেবে ১০টি নৌযান ধ্বংস করেছে এবং এতে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। তবে এসব নৌযানের সবকটি মাদক পরিবহনে জড়িত ছিল না বলে জানা যায়।
এই ঘটনাগুলো নিয়ে প্রেসিডেন্ট পেত্রো ট্রাম্পকে নৌবাহিনীর হামলা বন্ধের আহ্বান জানান, কিন্তু ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। বরং তিনি পেত্রোকে ‘ঠগ’ ও ‘মাদক পাচারকারী’ আখ্যা দেন।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দুই নেতার মধ্যে সম্পর্ক তীব্রভাবে অবনতি ঘটে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত মাসে নিউইয়র্কে যাওয়ার কথা ছিল পেত্রোর, কিন্তু যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি।
ওই ভিসা প্রত্যাখ্যানের পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে পেত্রোর ফিলিস্তিনপন্থি অবস্থান। গাজায় ইসরায়েলি হামলার বিরোধিতা ও যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন সমর্থনকারী আন্দোলনে তার অংশগ্রহণের বিষয়টি ওয়াশিংটনের অস্বস্তির কারণ হয়েছে।
এর আগে গত সপ্তাহে কলম্বিয়ার প্রতি মার্কিন সহায়তা স্থগিত এবং দেশটির পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। নিষেধাজ্ঞার পর এক্সে পোস্ট করা প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট পেত্রো লেখেন, “আমরা এক পা-ও পিছু হটব না, কখনো হাঁটু গেড়ে বসব না।”

