ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি সম্পূর্ণ সোনার টয়লেট ‘আমেরিকা’ নিলামে তোলা হচ্ছে। নিলামঘর সদবিস গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছে।
সদবিস জানিয়েছে, এই শিল্পকর্মটি শুধু ভাস্কর্যই নয়, পুরোপুরি ব্যবহারযোগ্য টয়লেটও। নিলাম আগামী ১৮ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। টয়লেটের সর্বনিম্ন দর ধরা হয়েছে সোনার বর্তমান বাজারমূল্য অনুযায়ী, যা প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২২ কোটি টাকা। এতে ব্যবহৃত হয়েছে ১০১.২ কিলোগ্রাম (২২৩ পাউন্ড) খাঁটি সোনা।
সদবিসের নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, “ক্যাটেলান এমন একজন শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন।”
ক্যাটেলানের কাজ বিতর্কিত হলেও সফল। তাঁর আরেকটি কাজ, ‘কমেডিয়ান’—দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা—গত বছর নিউইয়র্কের নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ‘আমেরিকা’ ভাস্কর্যের দুটি সংস্করণ ২০১৬ সালে তৈরি করা হয়েছিল। 
এবার নিলামে উঠছে সেটি, যা ২০১৭ সাল থেকে এক অজ্ঞাত সংগ্রাহকের কাছে ছিল। অন্য সংস্করণটি গুগেনহাইম জাদুঘরে প্রদর্শনের জন্য স্থাপন করা হয়েছিল, যেখানে ১ লাখের বেশি দর্শক এসেছিলেন।
ক্যাটেলান নিজেই বলেছেন, ‘আমেরিকা’ ভাস্কর্যটি অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে তৈরি হয়েছে। তিনি বলেন, “তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।”
এই ভাস্কর্যটি ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহাইম প্রাসাদ থেকে চুরি হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে। চলতি বছরের শুরুতে দুই ব্যক্তিকে চুরির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে টয়লেটটি এখনো উদ্ধার হয়নি; ধারণা করা হচ্ছে এটি ভেঙে গলিয়ে ফেলা হয়েছে।
নিলামের আগে ‘আমেরিকা’ প্রদর্শিত হবে সদবিসের নিউইয়র্ক কার্যালয় ব্রয়্যার বিল্ডিংয়ে ৮ নভেম্বর থেকে। দর্শকরা কেবল দেখতে পারবেন, ব্যবহার বা ফ্লাশ করা যাবে না।

