মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের ওপর কোনো প্রভাব ফেলবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের আগে হোয়াইট হাউসে পেন্টাগনের মূল্যায়ন পৌঁছে দেওয়া হয়।
ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও অবকাঠামোগত স্থাপনায় আঘাত হানার সক্ষমতা বাড়াতে এই ক্ষেপণাস্ত্র চেয়েছে। টমাহকের পাল্লা প্রায় ১,৬০০ কিলোমিটার, যা সাধারণত জাহাজ বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়।
পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ ও মোতায়েনসহ বেশ কিছু কারিগরি দিক এখনও পর্যালোচনায় আছে। এদিকে, কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে এবং বলছে, এটি তাদের কিছু নিরাপত্তা উদ্বেগ দূর করেছে।
যদি ট্রাম্প অনুমোদন দেন, তবে দ্রুত ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন—দুই পক্ষই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কর্মকর্তারা ইতোমধ্যে সতর্ক করেছেন, কিয়েভে মার্কিন টমাহক সরবরাহ সংঘাতকে “গুরুতর উত্তেজনা বৃদ্ধির” দিকে ঠেলে দিতে পারে।

