ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সকল চুক্তি অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম কাইয়ুম। এদিন রেজিস্ট্রি ডাকযোগে প্রেরিত এই নোটিশে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের উদ্দেশে তিন দিনের মধ্যে উত্তর প্রদানের জন্য সময়সীমা নির্ধারণ করেন।
নোটিশে উল্লেখ করা হয়, আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের চুক্তি অবৈধ, একতরফা এবং দেশের স্বার্থবিরোধী। সুপ্রিম কোর্টের আইনজীবী দাবি করেন, দ্রুততার সঙ্গে এসব চুক্তির শর্তসমূহ পুনর্বিবেচনা করতে হবে অথবা পুরো চুক্তি বাতিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে তিনি হাইকোর্টে রিট করবেন বলেও সতর্ক করেছেন।
এই চুক্তির পটভূমি সম্পর্কে জানা যায়, বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় ২০১৭ সালে ভারতের আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির অধীনে আদানি গ্রুপ ভারতের ঝাড়খন্ডে অবস্থিত ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। তবে, চুক্তি স্বাক্ষরের সময়ে দেশে আমদানি করা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অভিজ্ঞতা ছিল না। তাই আদানি গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আর্থিক ও পরিবেশগত বিষয়গুলো পর্যালোচনার দাবি তুলেছেন অনেকেই।
গত ২৮ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, বিদ্যুৎ সরবরাহকারী ১১টি প্রতিষ্ঠানের সব নথিপত্র সংগ্রহ করে বিশদ পর্যালোচনা করা হবে। বিদ্যুৎ বিভাগ থেকে সংশ্লিষ্ট সকল তথ্য ও নথি কমিটিতে সরবরাহ করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে এই চুক্তিগুলোর স্বচ্ছতা ও সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো পুনরায় যাচাই করা প্রয়োজন।