বাংলাদেশে মব সহিংসতার ঘটনা নিয়ে দেশের ৮০ শতাংশ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন—এমন তথ্য উঠে এসেছে এক সাম্প্রতিক জরিপে।
ভয়েস ফর রিফর্ম ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত এই জরিপের ফলাফল আজ (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে প্রকাশ করা হয়।
জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, জনগণের সংস্কার প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন সম্পর্কেও মতামত নেওয়া হয়েছে। ফলাফলে দেখা যায়, নারীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৫৬ শতাংশ, রাতে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৬১ শতাংশ এবং পোশাক নিয়ে রাস্তায় হয়রানি বিষয়ে উদ্বিগ্ন ৬৭ শতাংশ মানুষ।

এছাড়া জরিপে বিভিন্ন সামাজিক পরিস্থিতি কত শতাংশ মানুষের কাছে নেতিবাচক মনে হয়, তারও পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে।
‘জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা জুলাই ২০২৫’ শীর্ষক এই জরিপ সারাদেশের ৬৪ জেলায় ৫ হাজার ৪৮৯ জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোনে পরিচালিত হয়। তথ্য সংগ্রহ করা হয় চলতি বছরের ১ থেকে ২০ জুলাইয়ের মধ্যে।

