ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
আজ (১০ সেপ্টেম্বর) দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে তার এই বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটে অংশগ্রহণ করেছে। নির্বাচনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে ভোটের মাধ্যমে অংশ নিয়েছেন। নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও বলেন, “জাতির গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সকল নির্বাচনী সংশ্লিষ্টদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।”
ডা. শফিকুর রহমান বলেন, “ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনরত চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী ইন্তিকাল করায় আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”