জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের অংশ হিসেবে হল সংসদের ফল ঘোষণা শুরু হয়েছে। একে একে ২১টি হল সংসদের ফল জানাচ্ছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ইতিমধ্যে কয়েকটি হলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
কাজী নজরুল ইসলাম হল
ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম। জিএস পদে জয়ী হয়েছেন আলী আহমেদ এবং এজিএস হয়েছেন সামিন ইয়াসির।
আ ফ ম কামাল উদ্দিন হল
ভিপি পদে জয়ী হয়েছেন জিএমএম রায়হান কবীর। জিএস হয়েছেন আবরার শাহরিয়ার। এজিএস নির্বাচিত হয়েছেন রিপন মন্ডল, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
মীর মশাররফ হোসেন হল
ভিপি পদে জয়ী হয়েছেন খালেদ জুবায়ের। জিএস হয়েছেন শাহরিয়ার নাজিম। এজিএস পদে নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন।
মওলানা ভাসানী হল
ভিপি নির্বাচিত হয়েছেন আবদুল হাই স্বপন। জিএস পদে জয়ী হয়েছেন হৃদয় পোদ্দার। এজিএস হয়েছেন রাকিব হাসান।
শহীদ সালাম–বরকত হল
ভিপি পদে জয় পেয়েছেন মারুফ হোসেন। জিএস হয়েছেন মাসুদ রানা এবং এজিএস পদে জয়ী হয়েছেন আবরার আজিম ভুঁইয়া।
আলবেরুনী হল
ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল। জিএস পদে জয়ী হয়েছেন মুনতাসির বিল্লাহ খান। এজিএস হয়েছেন সাদমান হাসান খান।
নওয়াব ফয়জুন্নেসা হল
ভিপি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ। জিএস হয়েছেন সুমাইয়া খানম, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এজিএস পদে কোনো প্রার্থী নেই।
১০ নং (ছাত্র) হল
ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া। জিএস পদে জয়ী হয়েছেন মেহেদী হাসান এবং এজিএস হয়েছেন নাদিম মাহমুদ।
১৫ নং (ছাত্রী) হল
ভিপি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শারমীন খাতুন। জিএস হয়েছেন মেহনাজ মোহনা। এজিএস পদে জয়ী হয়েছেন শাহানা আক্তার।
এই ফলাফল ঘোষণার মাধ্যমে জাকসু নির্বাচনের প্রাথমিক চিত্র স্পষ্ট হচ্ছে। বাকি হলগুলোর ফলাফল ঘোষণা হলে সম্পূর্ণ চিত্র প্রকাশ পাবে।