আগামী সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল হিসেবে ভোটাররা জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে মনে করছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় আর্কাইভ মিলনায়তনে ইনোভিশন কনসাল্টিং তাদের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড ২’-এর ফলাফল প্রকাশ করেছে। জরিপে দেশের ১০ হাজার ৪১৩ জন ভোটার অংশগ্রহণ করেন।
জরিপ অনুযায়ী, আগামী সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল হিসেবে বিএনপিকে মনে করেন ৩৯.১ শতাংশ ভোটার, জামায়াতকে ২৮.১ শতাংশ এবং আওয়ামী লীগকে ১৭.৭ শতাংশ ভোটার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৪.৯ শতাংশ ভোট, অন্য দল ১০.২ শতাংশ ভোট।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯.৫% গ্রামীণ এবং ৩০.৫% শহরে বসবাসকারী ভোটার।
ফলাফল উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিং-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সারোয়ার। আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইন-এর নির্বাহী পরিচালক শফিকুর রহমান এবং সাংবাদিক জাইমা ইসলাম।