চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫ বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, যা এবার কমে দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে এর প্রভাব স্পষ্ট। বিকেএসপি থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার মারুফা আক্তার।
তবে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে তিনি উত্তীর্ণ হতে পারেননি। সব বিষয়ে উত্তীর্ণ হলেও ভূগোলের বিষয়ে অকৃতকার্য হয়েছেন মারুফা। বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা হবে। এই মুহূর্তে তাই ঝুলে আছে মারুফার এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল।
ছেলে ক্রিকেটারদের মধ্যে বাঁহাতি পেসার মারুফ মৃধা ৪.২৫ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি পেয়েছেন ৪.০৮ পয়েন্ট। চোটের সঙ্গে লড়াই করা পেসার রোহানাত দৌল্লাহ বর্ষণও পরীক্ষায় কৃতকার্য হয়েছেন।
বিকেএসপি থেকে এবারের পরীক্ষা দিয়েছে মোট ১৫৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার দাঁড়িয়েছে ৯৪.২৩ শতাংশ।

