ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানিয়েছেন।
তিনি বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে দুর্বৃত্তরা দুটি হাতবোমা নিক্ষেপ করেছে। ঘটনার পর আমাদের প্রক্টরিয়াল টিম ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।”
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন প্রক্টর।
ঘটনাস্থলের পাশেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হচ্ছিল। বিস্ফোরণের পর আতঙ্কে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, হাতবোমা বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা টিএসসি এলাকা থেকে মিছিল বের করেন।
পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

