আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ট্র্যাইব্যুনাল রায় যা-ই হোক, তা কার্যকর হবে বলে জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৬ নভেম্বর) বরিশালে জেলা আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করার জন্য মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক, কোনো বড় সমস্যা দেখা দিচ্ছে না। তবে সবাইকে নির্বাচনমুখী থাকা এবং সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উল্লেখ্য, তিনি জেলা পুলিশ লাইন্সে উপস্থিত সাংবাদিকদের জানান, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত থাকায় নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

