বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিয়ম অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালের পাশের দুটি খোলা মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে। এ কারণে এলাকায় হেলিকপ্টারের তৎপরতা নিয়ে যেন কেউ ভুল বোঝাবুঝিতে না পড়েন—এমন অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন এই হেলিকপ্টার কার্যক্রম?
এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। সরকার তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করায় দায়িত্ব পায় এসএসএফ। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর নিরাপত্তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে সংস্থাটি। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই হেলিকপ্টারের ট্রায়াল ল্যান্ডিং পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে হেলিকপ্টারগুলো দুইটি নির্ধারিত মাঠে ওঠানামা করবে। এটি কেবল নিয়মিত নিরাপত্তা প্রস্তুতিরই অংশ।
ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ
প্রধান উপদেষ্টার পেজ থেকে আরও জানানো হয়—এই কার্যক্রমকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কেউ বিভ্রান্তিকর তথ্য কিংবা গুজব না ছড়ান। সবকিছুই এসএসএফের স্বাভাবিক প্রটোকল অনুসরণ করে হচ্ছে।

