প্রায় ১৮ ঘণ্টা পার হলেও রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে আটকে থাকা দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা যায়নি। কোয়েলহাট গ্রামের এই ঘটনা এলাকায় উদ্বেগ তৈরি করেছে।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মায়ের সঙ্গে খেলতে খেলতে বাড়ির আঙিনায় থাকা গভীর নলকূপের খোলা মুখ দিয়ে নিচে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভেকু না থাকায় তখনই উদ্ধার অভিযান শুরু করা যায়নি।
বিকেল ৫টার দিকে ভেকু আনার পর উদ্ধার কাজ শুরু হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ভেকুর সহায়তায় উদ্ধার অভিযান চলছে।
ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি এখনো জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। তাকে অক্ষত অবস্থায় বের করে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

