শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য প্রদান বাধ্যতামূলক করেছে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন বিভাগ। নির্ধারিত নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক তথ্য সরবরাহ না করলে যেকোনো আবেদনকারীর ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার পর অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হতে পারে।
অস্ট্রেলিয়ার বাইরে অবস্থানরত আবেদনকারীদের ক্ষেত্রে যদি বায়োমেট্রিক্স দেওয়ার প্রয়োজন হয়, তবে দেশ ছাড়ার আগেই নির্ধারিত অস্ট্রেলিয়ান বায়োমেট্রিক কালেকশন সেন্টারে (এবিসিসি) সশরীরে উপস্থিত হয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বার্তায় আরো বলা হয়, বিদেশে অবস্থানকালে বায়োমেট্রিক প্রদান না করলে পরবর্তী সময়ে জটিলতা বাড়তে পারে। সে ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য দিতে আবেদনকারীকে পুনরায় নিজ দেশে ফিরে আসতে হতে পারে। এমনকি বায়োমেট্রিক্স সম্পূর্ণ না হলে কোনো কারণ উল্লেখ ছাড়াই শিক্ষার্থী ভিসার আবেদন বাতিল করার ক্ষমতা ইমিগ্রেশন বিভাগের রয়েছে বলেও জানানো হয়েছে।

