ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ইসি তাসনিম জারার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে নির্ধারিত নিয়ম অনুযায়ী মোট ভোটারের ১ শতাংশ সমর্থনের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন যাচাইয়ের সময় নির্বাচন কমিশন নমুনা হিসেবে ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করে। যাচাইয়ে দেখা যায়, ওই ১০ জনের মধ্যে ৮ জনের তথ্য সঠিক। তবে বাকি ২ জন ঢাকা-৯ আসনের ভোটার নন। এ তথ্যের ভিত্তিতে নির্বাচন বিধি অনুসারে প্রথমে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি।
পরবর্তীতে আপিলের শুনানিতে বিষয়টি পুনরায় পর্যালোচনা করে নির্বাচন কমিশন। শুনানি শেষে কমিশন তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করে। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণে আর কোনো বাধা থাকল না।

