নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতা ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহভাপতি হুমায়ুন কবির জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন।
কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর গতকাল মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা।
জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, সোমবার রাতে হঠাৎ করে গুরুতর অসুস্থতা দেখা দিলে হুমায়ুন কবিরকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় পাঠান চিকিৎসক। পরে তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, ২০২৫ সালে কারা হেফাজতে মারা গেছেন ১০৭ জন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬৫।

