চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে ঘিরে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে এ ফরমাল চার্জ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, জুলাই-আগস্টে মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজই শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর কবির নানক। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও এ মামলায় আসামি করা হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে মোহাম্মদপুর এলাকায় সংঘটিত ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। এসব অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলবে।

