বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে গভীর কাঠামোগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আর্থিক খাত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক খাত ব্যবস্থাপনা এবং শাসন ব্যবস্থা সংস্কারে দৃশ্যমান অগ্রগতি অর্জন করছে। তিনি জানান, দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করে ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে একটি নতুন ব্যাংক গঠন করা হবে।
গতকাল শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমানোর জন্য বিনিময় হার সফলভাবে স্থিতিশীল করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ১২০ থেকে ১২২.৫০ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। তিনি উল্লেখ করেন, অনেক আঞ্চলিক মুদ্রার অবমূল্যায়ন তার চেয়ে অনেক বেশি হয়েছে। ড. মনসুর আরও জানান, বর্তমানে বৈদেশিক মুদ্রাবাজারে কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। চাহিদা ও জোগানের ভিত্তিতেই বিনিময় হার নির্ধারিত হচ্ছে।
তিনি বলেন, পূর্বে বাংলাদেশে বিনিয়োগ কমিয়ে দেওয়া বিদেশি ব্যাংকগুলো এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। বৈদেশিক পরিশোধ বকেয়া সম্পূর্ণ নিষ্পত্তি হয়েছে। চলতি হিসাবের ঘাটতি উল্লেখযোগ্য হারে কমেছে এবং আর্থিক হিসাব সামান্য ইতিবাচক অবস্থানে এসেছে। বাংলাদেশের বৈদেশিক খাত স্থিতিশীল এবং ঝুঁকিপূর্ণ নয়।

