বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন পদত্যাগ করেছেন। হঠাৎ করেই তিনি গতকাল (মঙ্গলবার) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গতবছর সরকার পরিবর্তনের পর তাকে তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
অর্থনীতিবিদ ড. মোহাম্মদ জাহিদ হোসাইন গত বছরের ২০ অক্টোবর বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এর আগে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাউথ এশিয়া ডিপার্টমেন্টে প্রিন্সিপাল ইকোনমিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি সংস্থাটির বাংলাদেশ প্রোগ্রামিং ও অর্থনৈতিক বিশ্লেষণ–সংক্রান্ত কার্যক্রম তদারকি করতেন।
এডিবির কনসালটেন্ট হিসেবেও তিনি দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন। অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি ও বিভিন্ন সেক্টরভিত্তিক ইস্যুতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপদেষ্টা হিসেবে কাজ করেন।
তার কর্মজীবন শুরু ১৯৭৯ সালে বিসিএস কাস্টমস ক্যাডারে যোগদানের মাধ্যমে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ, আর ইউনিভার্সিটি অব ফিলিপিনস থেকে অর্থনীতিতে এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়।

