রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) পেল ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’। ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের সব ব্যাংকের মধ্যে রেমিট্যান্স সংগ্রহে চতুর্থ স্থান অর্জন করায় এ সম্মাননা দেওয়া হয়েছে।
গত বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান এবং আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীরাও যোগ দেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায় প্রবাসীদের কষ্টার্জিত টাকা দ্রুত ও নিরাপদে স্বজনদের হাতে পৌঁছে দিতে তারা আধুনিক প্রযুক্তি ও গ্রাহকবান্ধব সেবা দিয়ে যাচ্ছে। এ স্বীকৃতি প্রবাসীদের আস্থা আরও বাড়াবে। ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ব্যাংকটি আরও বড় ভূমিকা রাখতে উৎসাহ পাবে।

