ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সহজ করতে সাপ্তাহিক ছুটির দিন ২৭ ডিসেম্বর শনিবার সারা দেশে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ২৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কমিশন আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠায়।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত জমা এবং ভোটার তালিকার সিডি কেনার অর্থ পরিশোধের সুবিধার্থে ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। ওই দিন ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে এসব অর্থ জমা দেওয়া যাবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। তবে এর আগে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে সরকারি ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার শঙ্কা দেখা দেয়। এতে প্রার্থীদের মনোনয়ন দাখিলে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
এই পরিস্থিতিতে শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় নির্বাচন কমিশন। ইসি সিনিয়র সচিব আখতার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, টানা ছুটির কারণে মনোনয়নপত্র দাখিলে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

