দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে ডলারের সরবরাহ ও চাহিদার ভারসাম্য ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।
গতকাল ২৮ ডিসেম্বর তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এসব ডলার কেনা হয়। এর ফলে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়াল ৩৪৬ কোটি ডলার। এর মধ্যে শুধু ডিসেম্বর মাসেই কেনা হয়েছে ৯২ কোটি ডলার।
বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে চলতি বছরের জুলাই মাস থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায় কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো বাজারে ভারসাম্য বজায় রাখা। ডলারের সরবরাহ বেশি ও চাহিদা কম হলে দাম কমতে দেওয়া হয়। আবার চাহিদা বাড়লে দামের ঊর্ধ্বগতির সুযোগ রাখা হয়।
ব্যাংকাররা জানান, সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। সরকারের বড় অঙ্কের বৈদেশিক পরিশোধ দায় কমে আসায় ডলারের প্রয়োজন হ্রাস পেয়েছে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম মন্থর থাকায় মূলধনি যন্ত্রপাতি আমদানিও কমেছে।
ডলারের পর্যাপ্ত প্রাপ্যতা থাকা সত্ত্বেও চলতি বছরের অক্টোবর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে আসে রেকর্ড সর্বনিম্ন ৬ দশমিক ২৩ শতাংশে। এতে আমদানি কার্যক্রমে স্থবিরতার ইঙ্গিত মিলছে। এদিকে প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে, যা বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি জোগাচ্ছে।

