বাংলাদেশ ব্যাংক সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যাংকারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের নির্দেশ দিয়েছে। নির্বাচনী দায়িত্বে নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে এই নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা গত বৃহস্পতিবার সব ব্যাংকে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তথ্যপ্রযুক্তি সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের, যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন, ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হলো।
ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে। যদিও নির্বাচন ১২ ফেব্রুয়ারি, পোস্টাল ব্যালট দিতে হবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে। ইতোমধ্যে ১৫ লাখের বেশি ভোটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশে বসবাস করছেন সাত লাখ ৬১ হাজার।
নিবন্ধিতদের ঠিকানায় আগাম ব্যালট পাঠানো হবে। দেশের ভোটাররা বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এবং প্রবাসীরা সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ব্যালট ফেরত পাঠাবেন। ব্যালট ফেরত না গেলে ভোট বাতিল হবে। সব পোস্টাল ব্যালটে আলাদা কিউআর কোড ও ট্র্যাকিং সুবিধা থাকবে।

