করপোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালে ব্র্যাক ব্যাংক দেশের ১ লাখ ৭২,৫০২ জন মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন এনেছে। গতকাল মঙ্গলবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে।
২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় ৮০৭ জন সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থী তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়েছে। ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচির মাধ্যমে ৩৪৮ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়েছেন।
‘অপরাজেয় আমি’ উদ্যোগে ব্যাংকের করপোরেট ও এসএমই গ্রাহকদের ৪৭,৫৩৪ জন কর্মী বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা পেয়েছেন। ঠাকুরগাঁও ও বগুড়ায় ৪৪,৫৪৫ জন সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে ছানি অপারেশন, ওষুধ ও চোখের চিকিৎসা পেয়েছেন। এছাড়া ৩,৯৭১ জনকে ছানি অপারেশন এবং ‘স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ড’ এর আওতায় ৭,০২৯টি বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সেশন দেওয়া হয়েছে।
গত বছরে ব্র্যাক ব্যাংক ৫৯,৬৫৩ জন সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র দিয়েছে। এছাড়া কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যাংকের সাপোর্ট স্টাফদেরও আর্থিক সহায়তা প্রদান করেছে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ শিখিয়েছেন, সামাজিক পরিবর্তন মানে মানুষের জীবনের অর্থবহ পরিবর্তন। তাঁর অনুপ্রেরণায় আমরা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ চালিয়ে যাচ্ছি।”

