আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস–২০২৫ উদযাপন করেছে এডমিনিসট্রেটিভ প্রফেশনালস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এপিডাব্লিউএবি)।
সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে দিনব্যাপী আয়োজনে প্রায় একশত প্রশাসনিক পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রশাসনিক পেশাজীবীদের অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা এবং প্রতিষ্ঠান উন্নয়নে তাদের অবদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় নীলুফার আহমেদ করিম অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পেশার মানোন্নয়নে যুগোপযোগী বক্তব্য দেন। প্রশিক্ষক শামীম হোসেন দলগত কাজের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি কর্মশালা পরিচালনা করেন।
কর্মকর্তারা প্রশাসনিক পেশাজীবীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি প্রদানের ওপর জোর দেন। অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিতরা কর্মক্ষেত্রে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।