চট্টগ্রাম সিটি করপোরেশন এবার হোল্ডিং ট্যাক্স ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করবে। এই দায়িত্ব পেয়েছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। সম্প্রতি চট্টগ্রামে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির মাধ্যমে শহরের বাসিন্দারা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ পদ্ধতিতে। ডিজিটাল পেমেন্টের সুবিধা নিলে নাগরিকরা ঘরে বসেই ট্যাক্স পরিশোধ করতে পারবেন। এতে সময় বাঁচবে, লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে।
চুক্তিতে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাৎ হোসেন এবং ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আহমেদ শাহীন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইস্টার্ন ব্যাংক জানিয়েছে, নতুন সিস্টেমের মাধ্যমে নগরবাসী মোবাইল, কম্পিউটার বা ব্যাংকের শাখা ব্যবহার করে দ্রুত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। এছাড়া ব্যাংক আশা করছে, এই পদক্ষেপ শহরের নাগরিকদের জন্য ট্যাক্স পরিশোধকে আরও সুবিধাজনক করবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল পদ্ধতি গ্রহণের ফলে ট্যাক্স সংগ্রহ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে। এই উদ্যোগ নগরীর আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।