শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিকের চেয়ারম্যান আফরোজা খানম তাঁর স্বামী মঈনুল ইসলামকে প্রায় ২১ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়েছে, আফরোজা খানম কোম্পানির প্রায় ২৬ লাখ শেয়ার স্বামীকে উপহার দেবেন। সোমবার ডিএসইতে মুন্নু সিরামিকের প্রতিটি শেয়ারের দাম ছিল প্রায় ৭৯ টাকা। সেই হিসাবে উপহারের শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২০ কোটি ৫৪ লাখ টাকা।
আফরোজা খানম বর্তমানে মুন্নু সিরামিকের চেয়ারম্যান এবং কোম্পানির উদ্যোক্তা পরিচালক। তিনি মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা হারুনুর রশীদ খান মুন্নুর মেয়ে। তাঁর স্বামী মঈনুল ইসলাম কোম্পানির সাধারণ শেয়ারধারী হলেও পরিচালনা পর্ষদে নেই।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের পরিচালক হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে অন্তত ২ শতাংশ শেয়ার থাকতে হয়। ঘোষণায় দেখা গেছে, আফরোজা খানম তাঁর স্বামীকে কোম্পানির মোট শেয়ারের ৭ শতাংশেরও বেশি উপহার দিচ্ছেন। ফলে এই শেয়ার হাতে পেলে মঈনুল ইসলাম পরিচালকের যোগ্যতা অর্জন করবেন। জানা গেছে, মূলত তাঁকে কোম্পানির পরিচালক করতেই আফরোজা খানম শেয়ারগুলো দিচ্ছেন। চলতি মাসের মধ্যেই এই হস্তান্তর সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালে মুন্নু সিরামিক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ সেপ্টেম্বর শেষে কোম্পানির ৩৭ দশমিক ৪৩ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের হাতে, ৪৮ দশমিক ১৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর হাতে এবং বাকি অংশ প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে ছিল। কোম্পানিটি মাঝারি মানের ‘বি’ শ্রেণিভুক্ত।
গত জুনে সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি শেয়ারধারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই সময় কোম্পানিটি প্রায় ৮৩ লাখ টাকা মুনাফা করেছে, যা আগের বছরের দেড় কোটি টাকার তুলনায় কম।