কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং উইগ্রো টেকনোলজিস লিমিটেড একটি ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির লক্ষ্য হলো কৃষক ও কৃষি সম্পর্কিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোর (এমএসএমই) জীবনমান উন্নয়নে সহায়তা করা।
এ অংশীদারিত্বের মাধ্যমে কৃষকরা এবং কৃষি এমএসএমইরা সহজে অর্থায়ন পাবে। এছাড়া তারা চাষের জন্য প্রয়োজনীয় ইনপুট, পরামর্শ, বাজারে বিক্রয় সুযোগ এবং কার্যকরী মূলধন ঋণ সুবিধা পাবেন। উইগ্রো প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রেও এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান দায়িত্ব) মি. কিমিাওয়া সাদ্দাত, যিনি মি. মাহমুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, উইগ্রো টেকনোলজিস লিমিটেডের কাছে চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর করেন। অনুষ্ঠানটি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইগ্রো টেকনোলজিস লিমিটেডের ইলহাম হাসান চৌধুরী (সিএফও), ফয়্যাজ সাফির (সিওও), জন বাকলি (কো-ফাউন্ডার ও সিএসও) এবং আবদুল্লাহ আল সাদ (সিনিয়র এক্সিকিউটিভ)। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডঃ মোঃ আরিফুল ইসলাম (হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস – ব্রাঞ্চ), মোঃ মামুন উর রহমান (হেড অব এডিসি ও হেড অব এমডির কো-অর্ডিনেশন টিম) এবং শারিফ হাসান মামুন (হেড অব এসএমই ও এগ্রিকালচার)। বাংলাদেশ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন। চুক্তিটি কৃষি খাতে নতুন উদ্ভাবন ও সহায়তার পথ সুগম করবে এবং দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

