বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সাক্ষাৎ করেছে জার্মানভিত্তিক আন্তর্জাতিক টেস্টিং ও সার্টিফিকেশন প্রতিষ্ঠান হোহেনস্টাইন গ্রুপের একটি প্রতিনিধি দল। গতকাল ঢাকার বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়। বিষয়টি জানানো হয়েছে বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বৈঠকে হোহেনস্টাইন গ্রুপের প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও ড. স্টেফান ড্রোস্টে, অ্যাডভাইজরি বোর্ডের সদস্য জুলিয়া মিচিলস এবং হোহেনস্টাইন ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. কামরুজ্জামান।
আলোচনায় হোহেনস্টাইন তাদের গবেষণা, টেস্টিং ও সার্টিফিকেশন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে। প্রতিষ্ঠানটি জানায়, তারা বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই উৎপাদন প্রক্রিয়া উন্নয়নে সহযোগিতা করতে চায়। বিশেষ করে ‘মেড ইন গ্রিন’ উদ্যোগের মাধ্যমে কাজ করার আগ্রহ প্রকাশ করে, যা এসটিইপি সার্টিফিকেশনের মাধ্যমে পরিবেশবান্ধব ও সামাজিকভাবে দায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করে।
এ ছাড়া পোশাক খাতে ট্রেসেবিলিটি ও স্বচ্ছতা বাড়াতে ‘ডিজিটাল প্রডাক্ট পাসপোর্ট (ডিপিপি)’ উন্নয়নেও যৌথভাবে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বৈঠকে বলেন, পোশাক খাতে একটি ‘ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট’ চালু করা জরুরি। এতে বহুমুখী অডিটের পুনরাবৃত্তি কমে আসবে। তিনি আরও বলেন, ফাইবারের উৎস নির্ধারণে ফ্যাব্রিক্সের ডিএনএ টেস্টিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য হোহেনস্টাইন বাংলাদেশে এ সেবা দিতে পারে কি না, তা জানতে চান তিনি।
পাশাপাশি বিজিএমইএ সভাপতি সদস্য কারখানাগুলোর জন্য এসটিইপি সার্টিফিকেশনের খরচ কমানোর বিষয়টি বিবেচনায় নিতে হোহেনস্টাইনকে অনুরোধ জানান।

